মালদা

চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু মালদার বেসরকারি নার্সিংহোমে

মালদার এক নার্সিংহোমের চিকিৎসার গাফিলতিতে প্রসুতির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার ৩৪নম্বর জাতীয় সড়কের ধারের কোঠাবাড়ি এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ।  মৃতার নাম ডলি কর্মকার। জানা গিয়েছে মৃত প্রসুতির নাম ডলি কর্মকার। স্বামী বিপুল কর্মকার। পেশায় চায়ের দোকানদার । ইংরেজবাজারের কোঠাবাড়ি এলাকার বাসিন্দা ডলি ৭দিন আগে প্রসব যন্ত্রনা নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি হয়। এরপর ডলি একটি কন্যা সন্তান হয়। এরপর ডলিকে শনিবার সকালে ছেড়ে দেয় নার্সিংহোম কতৃপক্ষ। শনিবারই দুপুরের পর থেকে ডলির বুকে ও পেটে ব্যাথা শুরু হয়।  তার অবস্থা খারাপ হওয়া আবার বিকেলে ওই নার্সিংহোমে ভর্তি করে।  রবিবার ভোররাতে ডলির মৃত্যু হয়। মৃতার পরিবারের  অভিযোগ রোগীকে কোন চিকিৎসায় না বেসরকারি নার্সিংহোমটি  তাদের  রোগীকে মেরে ফেলেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে মালদার ইংরেজবাজার থানার ৩৪নম্বর জাতীয় সড়কের ধারের কোঠাবাড়ি এলাকার । রোগীর আত্মীয়রা তুমুল বিক্ষোভ দেখায়। এদিকে এই ঘটনায় নার্সিংহোম কতৃপক্ষ সমস্ত ঘটনা অস্বীকার করেছে। ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ।